বিএনপি জামায়াতের অত্যাচার


বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) এমন একটি সংগঠন যেই দলে গণতন্ত্রের কোনো চর্চা নেই। দলটি গঠিত করে তৎকালীন (১৯৭৮ সাল) সেনাবাহিনী প্রধান জিয়াউর রহমান। সামরিক সরকারের আমলে জনসম্পৃক্ততাকে পাশ কাটিয়ে সামরিক আইন জারি করে। বাংলাদেশের রাজনীতিকে কুলষিত করে রাজনীতিকে আমলা নির্ভর, টাকা নির্ভর করে তোলে। সদ্য স্বাধীন বাংলাদেশকে সঠিক পথে না নিয়ে বাংলাদেশকে অনেকটা পাকিস্তানপন্থী আদলে গড়ে তোলা হয়। জিয়াউর রহমানের আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের হত্যার বিচারের পথ রুদ্ধ করে দেয় ইনডেমনিটি নামক কালো আইন জারি করে। কাউকে হত্যা করলে বিচার করা যাবে না এরকম একটি সংস্কৃতি গড়ে তোলা হয় ঠিক সেই সময় থেকে।

বিরোধী দল আন্দোলন করলে কিভাবে তা দমন করতে হয় তার শুরু জিয়াউর রহমানের পত্নী বেগম খালেদা জিয়ার হাত ধরে। ২০০১ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার তার মেয়াদ পূর্ণ করে ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে দিলে পরবর্তী নির্বাচনে বিএনপি জয়লাভ করে বাংলাদেশের তৎকালীন বিরোধী দল সহ বাংলাদেশের হিন্দু ধর্মের লোকজনের উপর স্টিম রোলার চালায়। ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করার পর দলটি ক্রমশ-ই ইসলামী জঙ্গি আদর্শে উদ্ভুদ্ধ হয়। তাই সেই সময় আমরা বাংলা ভাই, মুফতি অমুক তমুক ইসলামী জঙ্গি নেতার আবির্ভাব ঘটে।

বাংলাদেশের ৬৪ টি জেলায় একনাগাড়ে বোমা ফাটানো হয়।তৎকালীন বিরোধী দল অর্থাৎ বাংলাদেশ আওয়ামীলীগকে নির্মূল করার লক্ষ্যে ২০০৪ সালে জনসভায় গ্রেনেড নিয়ে হামলা চালানো হয়। পাকিস্তান পন্থী আদর্শে উদ্ভুদ্ধ তৎকালীন বিএনপি সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় ওই জঙ্গি হামলায় বিরোধী দলের অনেক কর্মী , নেতা , সাধারণ জনগণ প্রাণ হারায়। দলটির এই জঙ্গিপনা ২০১৪ তে এসেও বলবৎ থাকে। বাংলাদেশের সাধারণ নির্বাচনকে হতে না দেওয়ার লক্ষ্যে পেট্রল বোমা দিয়ে জনসাধারণ সহ কর্মীদের পুড়িয়ে মারা শুরু করে। কোথায় মানুষ মরেনি ; বাসে, ট্রাকে , লঞ্চে , মানুষের ঘর বাড়িতে পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়। একাত্তরের প্রেতাত্মা বাংলাদেশ বিরোধী জামায়েত ইসলামীও বিএনপির সাথে একাত্মতা ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষ পুড়িয়ে মারা শুরু করে।

আমাদের ওয়েবসাইটের এই পাতা টিতে আমরা ২০১৪ সালের বীভৎস কিছু ছবি তুলে ধরলাম। এই সব ছবি বিএনপি জামায়াতের সামগ্রিক অত্যাচারের তুলনায় নিতান্তই নগন্য। ২০১৪ সালের বিএনপি জামায়াতের এই কর্মকান্ডকে সামনে রেখেই কানাডীয় আদালত এই দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।

আয়ারল্যান্ড আওয়ামীলীগের পক্ষ থেকে অনুরোধ রইলো আপনারা দয়া করে এই পাতাটিকে বার বার শেয়ার করুন। বাংলাদেশের জনগণকে মনে করিয়ে দিন কয়েক বছর আগের সেই বিভীষিকাময় দিন গুলোকে।

TERRORISM OF BNP-Jamayet


BNP (Bangladesh Nationalist Party) is an organization that has no practice of democracy. The party was formed by the Chief of Army Staff Ziaur Rahman (in 1978). Avoiding the democracy Jiaur Rahamnan ruled the country by passing martial law.He then established politics based on bureaucracy and money depends. Having the power in his hand he built Bangladesh more or likely to Pakistan. He withdrawn the ban from all kind of religious political party specially Jamayet islami. People says He was the mastermind in behind the killing of Bangobondhu and his family. He also created blockade to the justice for bangobondhu Sheik Mujibar Rahaman killing by passing indemnity black law."If any one get killed there will be no judgement" such culture built up by Jiaur Rahaman himself.

In 2001 when Sheik Hasina government completed her term and given the power to the caretaker government then next BNP won the election and started to murder opposition members, leaders, rape on Hindu religion community women, burning their houses, murdered, torchered. It was type of ethinic cleansing they started. After winning the election they gradually engrossed in Islamic Militant ideology. As a result we can see how Islamic Militant rises in Bangladesh such as Bangla Bai, muftis etc.

In 2004, a grenade attack was organized in the public to end the opposition Awami League. BNP government that was inspired by Pakistan-based ideology, many activists, leaders and general people of the opposition were killed in the militant attack.The terrorist activities of BNP Jamayet was in force even in 2014.In order to prevent the general elections of Bangladesh, general people and Awamileague activists were burned and killed with petrol bombs. Where people did not die; People were burnt to death in buses, trucks, launches. The millitant group BNP-Jamayet burned down homes of people with petrol bombs. Jamaat-e-Islami, the ghost of 1971 (Pakistani ghost), declared the solidarity with the BNP and burnt the people of Bangladesh.That is why the Canadian Federal Court declared BNP as a terrorist party in 2017


In this page of our website, we highlighted some of the shocking pictures of 2014. All these pictures are less than the total torture of the BNP Jamaat.This is a humble request from Ireland Awami League, please, share this page again and again. Remind the people of Bangladesh, those horrific days that just happend in few years ago.

Please click the below link to view our "1st Episode" "2nd Episode" "3rd Episode"