header



“ওফেলি আওয়ামীলীগ গঠনের নিমিত্তে সম্মেলনের ডাক দিয়েছে কাউন্টি ওফেলির আওয়ামীলীগ সমর্থিত জনগণ। ”


আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জনাব কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেনের অনুমতি ক্রমে ও কাউন্টি ওফেলির আওয়ামীলীগ সমর্থিত জনগণের উদ্যোগে ওফেলি আওয়ামীলীগ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে কাউন্টি ওফেলি আওয়ামীলীগের অন্যতম উদ্যোক্তা মনিরুজ্জামান শুভ্র বলেন, আমরা এই শহরে দীর্ঘদিন ধরে বসবাস করছি। আয়ারল্যান্ডের অন্যান্য কাউন্টি গুলো থেকে এখানে আওয়ামীলীগের বিরোধিতা বেশি। কাউন্টি ওফেলির টোলামোরে বঙ্গবন্ধুর বিষয়ে একটি কুচক্রী মহল সর্বদা মিথ্যাচার এবং বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামীলীগ এর বিরোধিতা করে আসছে। এখন সময় এসেছে এদের মুখোশ খুলে দেওয়ার এবং এই অন্ধকারে আলো ফেলার। তাই আয়ারল্যান্ডের এই কাউন্টিতে কমিটি গড়ার আকাঙ্খা এখানকার বাঙালীদের অনেকদিনের। আমরা কাউন্টি ওফেলির জনসাধারণের পক্ষ থেকে আয়ারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি জনাব কিবরিয়া হায়দার ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন কে এখানে কমিটি তৈরীর অনুমতি ও সাংগঠনিক সম্পাদক রফিক খানকে সাংগঠনিক ভাবে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

আমরা আরো ধন্যবাদ জানাই ডাবলিন আওয়ামীলীগের সভাপতি ফিরোজ হোসেন ও সাধারণ সম্পদক অলক সরকার কে যারা সার্বিকভাবে এখন পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন।

ছবি: কাউন্টি ওফেলিতে সম্মেলনের আমন্ত্রণ পত্র

জনাব কিবরিয়া হায়দার ও বেলাল হোসেন এক বার্তায় কাউন্টি ওফেলির জনগণকে এই কমিটি গঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন মুজিবীয় আদর্শ সম্প্রসারণে যে কোনো ধরণের বাধা বিপত্তি কে চ্যালেঞ্জ করতে আয়ারল্যান্ড আওয়ামীলীগ সর্বদা প্রস্তুত। সে যেই হোক, আমরা এক্ষেত্রে কোনো ধরণের ছাড় দিতে রাজি নই।

এব্যাপারে জানতে চাওয়া হলে রফিক খান বলেন, যেখানে জামায়েত ইসলামীর প্রভাব থাকবে সেখানেই আওয়ামীলীগকে মাথা তুলে দাঁড়াতে হবে, বিগত কয়েক বৎসর ধরে এটাই আমাদের মোটো।

ডাবলিন আওয়ামীলীগের প্রেস বিভাগ থেকে দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম জানান, ডাবলিন আওয়ামীলীগের মনোভাব হচ্ছে, বাঙালীদের শত্রু জামায়েত ইসলামীকে কখনোই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেওয়া উচিত নয়, তাদের সেই সুযোগ দেওয়া ঠিক নয়। এই বিষয়কে সামনে রেখে ওই কাউন্টিতে আওয়ামীলীগের কর্মকান্ড বিস্তৃত করার পরিকল্পনা তৈরী করতে হবে এবং আমরা বিশ্বাস করি অবশ্যই আয়ারল্যান্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সার্বিক ভাবে এক্ষেত্রে সহযোগিতা করবে।

এদিকে কাউন্টি ওফেলিতে আওয়ামীলীগের কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডাবলিন আওয়ামীলীগের সিনিয়র সহ:সভাপতি জসীম উদ্দিন পাটোয়ারী সহ অন্যান্যরা।

ওফেলি আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে এখন কাউন্টি ওফেলির কর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। তারা জনগণের সাথে যোগাযোগ করে তাদের দ্বারে দ্বারে হাজির হচ্ছেন আমন্ত্রণ পত্র নিয়ে।

কর্মীরা আমন্ত্রণ পত্র নিয়ে ওই এলাকার আইরিশ পার্লামেন্টের এমপি'কেও আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনে উপস্থিত থাকার জন্য।

নিচে সম্মেলনের কর্মব্যস্ততার কিছু ছবি দেওয়া হলো।




      

[ সংবাদটি পড়া হয়েছে : 7376 বার ]