“কাউন্টি কর্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাসপোর্ট সার্জারী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান-২০২০”


আগামী ১৬-ই ফেব্রুয়ারী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লন্ডনস্থ হাইকমিশনের উদ্যোগে আয়ারল্যান্ডে বসবাসরত শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে কাউন্টি কর্কে।এখানকার বিজয়ীদের পরবর্তীতে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রতিযোগিতা করার সুযোগ থাকছে।

আয়ারল্যান্ডের বাংলাদেশী জনগনের পাসপোর্ট সমস্যার সমাধানের জন্য আয়ারল্যান্ড আওয়ামীলীগ ও কাউন্টি কর্ক আওয়ামীলীগের নেতৃবৃন্দের উদ্যোগে লন্ডনস্থ বাংলাদেশী হাইকমিশন আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে ১৬-ই ফেব্রুয়ারী তারিখ পর্যন্ত আয়ারল্যান্ডে পাসপোর্ট সেবা প্রদান করবেন।

উক্ত সময়ে সকল বাংলাদেশী জনগনকে উপস্থিত থেকে সকল পাসপোর্ট বিষয়ক সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মেশিন রিডেবল পাসপোর্ট সার্জারী নিখুতভাবে সম্পাদনের জন্য আমরা আরো বেশকিছু দক্ষ সমাজসেবীকে প্রচারণা চালানোর পাশাপাশি আমদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি।

তাই আমরা আশা করব তারাও নির্দিষ্ট ভাবে প্রচরণা চালিয়ে জনগনের সেবায় এগিয়ে আসবেন।

নিয়মাবলী (০৪/০২/২০২০):

গাইড-লাইন মোতাবেক অবশ্যই আপনাকে এই দুইটি ফর্ম পূরণ করতে হবে। যাদের আগের ১৭ ডিজিটের Birth Certificate আছে তাদের ক্ষেত্রে নতুন করে Birth Registration পূরণ করতে হবে না। শুধু MRP Application Form পূরণ করলেই হবে। অন্যথায় Birth Registration লাগবে।

Requirments

Work-Type Price
MRP-সাধারণ £92
MRP-ছাত্র £30
NVR £46
Power of Attorney £20
Attestation £7
Birth-Registration £4
Travel Permit £25

3) যারা এই মুহুর্তে ফর্ম গুলো পূরণ করতে পারছেন না। তারা ফর্ম গুলো Download করে, কালো কালি দ্বারা হাতে লিখে (অল ক্যাপিটাল লেটার) পূরণ করে সাথে নিয়ে আসবেন ।

৪)যারা এই ফর্ম পূরণে কোনো সমস্যার সম্মুখীন হবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।

৫) নিন্ম লিখিত লিঙ্কে আপনারা গাইডলাইন সহ মোট ৯টি ফাইল পাবেন। অনুগ্রহপূর্বক ৯টি ফাইল Download করে নেবেন।


"তারিখ : ১৫ ও ১৬ ফেব্রুয়ারী ২০২০
সময়:- সকাল ১০ টা - বিকাল ৫ টা (শনিবার)
সকাল ১০ টা - বিকাল ৩ টা (রবিবার)
চিত্রাঙ্কন প্রতিযোগিতা : বিকাল ৩ টা-চলবে (রবিবার)
স্থান : Direct English
9 st Patrick's hill,
Cork City, Ireland"


যোগাযোগ করবেন :

কাউন্টি কর্ক::

রফিক খান: 086-819-9489
(সাংগঠনিক সম্পাদক,আয়ারল্যান্ড আওয়ামীলীগ)
ফয়জুল্লাহ শিকদার: 086-787-8776
ইনজামামুল হক জুয়েল: 089-410-8635
তৌহিদ হাসান: 086-357-1499
নোমান চৌধুরী: 089-438-9748
কাউন্টি কেরি:

কিবরিয়া হায়দার : 086-854-9613
(সভাপতি,আয়ারল্যান্ড আওয়ামীলীগ)
কামরুজ্জামান : 086-357-4155
কাউন্টি গলওয়ে
:

বেলাল হোসেন : 087-616-63577
(সাধারণ সম্পদক,আয়ারল্যান্ড আওয়ামীলীগ)
আব্দুল হক সাগর : 086-349-2048
আজিম হোসেন আজিম : 087-926-1137
সামীর জসিম: 085-198-5167

কাউন্টি ডাবলিন::

ফিরোজ হোসেন: 089-950-6082
(সভাপতি,ডাবলিন আওয়ামীলীগ)
অলক সরকার: 086-381-8638
(সাধারণ সম্পদক,ডাবলিন আওয়ামীলীগ)
টিটু খন্দকার : 089-235-1727
রিয়াজ খন্দকার : 086-775-8970
জসীম পাটোয়ারী: 085-148-8440
দীপু ফিরোজ : 086-346-5302
হাফিজুর রহমান লিঙ্কন: 087-792-3156
সেলিম অরণ্য: 087-268-5085
সৈয়দ বিপুল: 086-733-1562
নাজমুল হক রুমন:089-404-0737
মুন্না সৈকত: 087-634-5343
এ আর নয়ন: 086-344-4198
কাজী কবীর : 086-239-4246
শফিকুল ইসলাম : 089-233-3040
সমীর কুমার: 086-179-3158
রিব্বী ইসলাম: 089-211-3250

কাউন্টি ওফেলি
:

মামুনুর রশিদ :
(সভাপতি,ওফেলি আওয়ামীলীগ)
মনিরুজ্জামান শুভ্র : 085-277-5026
(সাধারণ সম্পদক,ওফেলি আওয়ামীলীগ)
দেবেশ কর্মকার: 086-392-7766