“কোবিড-১৯ নিয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ও ইউরোপ প্রবাসী আওয়ামীলীগ নেতৃবৃন্দ।”


ছবি: আলোচনায় নেতৃবৃন্দ


গতকাল শুক্রবার, ৮ই মে, ২০২০ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনা সভায় মিলিত হন। অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনায় ছিলেন জার্মানীর অনারারি কনস্যুলার পিপলস্ রিপাবলিক অব বাংলাদেশের ইঞ্জিনিয়ার হাসানাত মিয়া।

তিনি কোরনা পরিস্থিতি নিয়ে ইউরোপের অন্যান্য দেশ ও বাংলাদেশ নিয়ে মুক্ত আলোচনা করেন।

এই কনফারেন্সের প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় সর্বদাই জনগণের পাশে আছে এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আছে জানিয়ে বলেন, বিএনপি সহ কিছু লোক এই দুঃসময়ে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা নিয়ে নানারকম কুটুক্তি করছে যা মোটেই কাম্য নয়। সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার সহ প্রায় পঁচাত্তর হাজার জনপ্রতিনিধি আছে, এরমধ্যে ত্রাণ নিয়ে দুর্নীতির দায়ে আটচল্লিশ জন চেয়ারম্যান বা মেম্বারদেরকে বহিস্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ও ২০০ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে তদন্ত চলছে যা শতকরার হিসেবে খুবই নগন্য। তাই দুর্নীতির বিষয়টি ধোপে টেকে না। তিনি আরো উল্লেখ করেন জননেত্রী শেখ হাসিনা এই করোনা ক্রান্তিকালে প্রবাসীদেরও পাশে রয়েছেন এবং তাদের কে সহযোগিতার জন্য আর্থিক বরাদ্দ দিয়েছেন অর্থাৎ সরকার জনগণের পাশেই আছে। তিনি তার বক্তব্যের একেবারে শেষে উল্লেখ করেন আয়ারল্যান্ডে ওনার আত্মীয় আয়ারল্যান্ড আওয়ামী লীগের কর্মী ছোটন ভাইয়ের মৃত্যু পরবর্তী সৎকার ও তার পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জনাব রফিক খানকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

ছবি: আলোচনায় নেতৃবৃন্দ


ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিঙ্কন মোল্লা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুজব রোধে মাননীয় সাংসদের কাছে অনুরোধ জানান।

আয়ারল্যান্ড আওয়ামী লীগের রফিক খান মাননীয় সংসদের কাছে আয়ারল্যান্ডে বাংলাদেশের একটি কনস্যুলার স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন।

বক্তারা সবাই এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার পাশে আছে বলে জানান এবং তারা ইউরোপে নিজ নিজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

ভিডিও কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা জনাব এম এ গনি।

বিশেষ অতিথি হিসেবে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করেছেন, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম. এ. কাশেম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি লিঙ্কন মোল্লাহ্, আয়ারল্যান্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান ও ডাবলিন আওয়ামী লীগের সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ হোসেন।

পরিশেষে, বক্তারা ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া কে এরকম একটি সৌহাদ্যপূর্ণ আলোচনা সভা আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।






      

[ সংবাদটি পড়া হয়েছে : বার ]